যখন ছিলোনা কোন ব্যস্ততা,
ছিলোনা কোন আপোষহীনতা,
ছিলোনা কোন বাধ্যবাধকতা,
ছিলোনা কোন তাড়াহুড়ো,
.
যখন যেখানে যেভাবে হচ্ছে হতো চলে যেতাম কোন চিন্তা-ভাবনা ছাড়াই, ছিলাম দূরন্ত পথিকের ন্যায়,
কিন্তু এখন আগের মতো আর ঐভাবে ছুটে চলা হয়না,
তবুও সুযোগ পেলে চেষ্টা করি আগের মতোই ছুটে চলতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন