ভালবাসা ছাড়া জীবন শূন্য,তাই ভালবাসা দিয়ে জয় করতে চাই এই ভুবন।

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

মিসকরি তোমায়

ভালোবাসার মানুষটির সাথে কাটিয়ে যাওয়া দিনগুলো আজও চোখের সামনে উঠে ভেসে, আজও ইচ্ছে হয় ফিরে পেতে সেই মধুর মুহূর্তগুলো। কথা বা  চ্যাট হয় সব সময়ই, ভিডিও কলের সুবাদে ভালোবাসার মানুষটার চেহারা তো দেখতে পারা যায় কিন্তু হয়ে ওঠে না তার হাতটা ধরা। দুজন দুদেশ থেকে ভালোবেসে যাওয়া যেমন বড়ই কঠিন তেমন এক অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করাটাও কঠিন। তবে এই জমে থাকা কথাগুলো মনে জমিয়ে না রেখে প্রকাশ করতে পারাটা ভীষণ জরুরী।

#আছি_পাশে_হৃদয়ের_টানে
#ভালোবাসি_তোমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন