ভালবাসা ছাড়া জীবন শূন্য,তাই ভালবাসা দিয়ে জয় করতে চাই এই ভুবন।

সোমবার, ২৬ মার্চ, ২০১৮

বৃষ্টির নিমন্ত্রণ!

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি ভেজার ক্ষণ
আমার শহরে ভিজতে এসো
বৃষ্টির নিমন্ত্রণ।
ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি
ভিজবে তোমার মন
বৃষ্টির কাছে করবে তুমি
আত্ম সমর্পণ।
চোখের বিষাদ মুছে যাবে
দুঃখ যাবে ধুয়ে
তোমার চোখের পাতা যদি
বৃষ্টি দেয়গো ছুঁয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন