ভালবাসা ছাড়া জীবন শূন্য,তাই ভালবাসা দিয়ে জয় করতে চাই এই ভুবন।

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

ভুলিতে দিব না আমারে!!

হে প্রিয় আমারে দিবনা ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে।।

বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
বিরহী বাঁশী ঝুরে আমারই সুরে
আমার করুন গাঁথা, গাহিবে কে কোথা,
সজল মেঘ ঘেরা নিশীথে।

গোধূলি ধূসর ম্লান আকাশে
হেরিবে আমার মুরতি ভাসে।

তব পদ দলিত ফুলেরই বাসে
পড়িবে মনে আমারে চকিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন